সোয়েব সাঈদ:
কক্সবাজারের রামুতে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে বৃক্ষ রোপন ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ৩১ জুলাই সকাল দশটায় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কার্যালয়ের সামনে বৃক্ষরোপন ও বর্ডার গার্ড ব্যাটালিয়ন কার্যালয় সংলগ্ন লেকের পানিতে মৎস্য পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন, ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) লে. কর্ণেল মো. গোলাম মনজুর সিদ্দিকী।
উদ্বোধনী বক্তব্যে লে. কর্ণেল মো. গোলাম মনজুর সিদ্দিকী বলেন, এদেশের মানুষ মাছে-ভাতে বাঙ্গালী হিসেবে পরিচিত। বর্তমান সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সকল স্থাপনাসমূহে একযোগে বৃক্ষ রোপন ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হচ্ছে। তিনি সবুজ বাংলাদেশ গড়ার জন্য সকলকে বৃক্ষরোপনের জন্যও অনুরোধ জানান।
অনুষ্ঠানে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, উর্দ্ধতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।