দূর রাত্তিরে
লোকালয় ছেড়ে রাত্তির চলে দূরে
ঠিকানা খুঁজেনি মাতাল লোকাল বাস,
কার ছিল ঠিক কতটুকু পিছুটান
কাছে আসবার পথ খুঁজে পরবাস।
জোনাকির ঝাঁক আলোর ড্রয়িং রুমে
প্রজাপতি ঘুম শূন্য স্টেশন,
মন ভেঙে গেছে টুকরো গ্লাসের মতো
রাত জেগে পুষি ঘুমের হেলুসিনেশন।
অভিমানে পথ দূরে চলে গেছে কবে
চোখ খুলে দেখি ফাঁকা আলোর আকাশ,
তুমিও মেলনি উড়বার ওড়না
চুল ছুঁয়ে গেছে মাতাল বৈরী বাতাস।
আমরা দুজন আলাদা করেছি পথ
ধারালো রেখেছি অবিশ্বাসের কান,
পথের মোড়ে দেখা হয় যদি ফের
এবার করব আগন্তুকের ভাণ।।