বাইশারী প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্রে নতুন অফিসার্স ইনচার্জ উপ পরিদর্শক মোঃ আবু মুছা যোগদান করেছেন। ১ আগস্ট বিকাল ২ ঘটিকার সময় যোগদানের বিষয়টি আমাদের রামু ডটকমকে নিশ্চিত করেছেন সহকারী ইনচার্জ এ.এস.আই ওমর ফারুক। তিনি বিদায়ী উপ পরিদর্শক আনিছুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
বিদায়ী উপ পরিদর্শক আনিছুর রহমান দীর্ঘ আড়াই বছর বাইশারী তদন্ত কেন্দ্রে দক্ষতার সাথে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা ডিবি তে যোগদান করার কথা রয়েছে।
নতুন যোগদানকারী মোঃ আবু মুছা ইতিপূর্বে বান্দরবান জেলার সদর থানা ও নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানা যায়।