এ.এম হোবাইব সজীব,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী আল ফরমুজ বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর মেধাবী ছাত্রী আসমাউল হোসনা (১৫) জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় ১৮ নং ওয়ার্ডে নিউরোলজি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
গুরুত্বর অসুস্থ আসমা উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলীর কাঠমিস্ত্রি দিল মোহাম্মদের একমাত্র কন্যা। আসমার বড় ভাই দিলসাদ মোহাম্মদ দিদার কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী এবং ছোট ভাই আনিসুর রহমান তমিজিয়া ডিগ্রি মাদ্রাসায় ৭ম শ্রেণীর ছাত্র। বেশ ক‘মাস ধরে আসমা এ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও মাঝখানে কিছুটা সুস্থ হয়ে উঠেছিল।
পরে আবারো অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার হাত-পা পিঠে ও কোমরে বড় আকারে ক্ষত সৃষ্টি হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে হলে উন্নত চিকিৎসা নিতে হবে। উক্ত চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা প্রয়োজন।
এত বড় অংকের টাকা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব না হওয়ায় দানবীর ও বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন আসমার বড় ভাই দিলসাদ মোহাম্মদ দিদার (০১৮৫২-৯৯১০০০)।
ইতিমধ্যে খুটাখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক, ছাত্রছাত্রী, বিত্তশালীরা তার সাহায্যে এগিয়ে এসেছেন।