আমাদের রামু রিপোর্ট:
রামু কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১ আগস্ট সকাল ১১টায় রামু কলেজ গেইটস্থ কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক নিজামুল হকের সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হক।
অধ্যাপক মনির আহমদ’র সঞ্চলনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু থানার অফিসার ইন্চার্জ প্রভাষ চন্দ্র ধর, রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, অধ্যাপক আবু তাহের, আ.ম.ম.মো.জহির, অধ্যাপক ইসরাত জাহান দুলালী।
সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নাই। রামু কলেজ একটি ঐতিহ্যবাহি কলেজ, এ কলেজের সুনাম রয়েছে। সন্ত্রাস ও ও জঙ্গিবাদের বিরুদ্ধে কলেজের শিক্ষক,কর্মচারী, ছাত্র-ছাত্রী সকলে একাত্মতা পোষণ করেছেন।
সভায় বক্তরা এ ধরণের ঘৃণিত কর্মকান্ড থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহবান জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক অহিদুল কবির, অধ্যাপক জাফর আলম, অধ্যাপক প্রনতি দাশ গুপ্তা, অধ্যাপক মাহমুদুল হাসান তওহীদ, অধ্যাপক কিশোর পাল, অধ্যাপক ইজ্জত উল্লাহ, অধ্যাপক মোহাম্মদ হোছাইন, অধ্যাপক ইসরাত জাহান কাকলী, প্রদর্শক মুজিবুল হক, প্রভাষক হুমাইরা আকতার, প্রভাষক মো.ফিরোজ, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক দিবস বৈদ্য, মোবারক হোসেন, প্রভাষক নুরুল ইসলাম সুজন, অধ্যাপক আলমগীর, শহিদুল ইসলাম কাজল,প্রভাষক বেলাল উদ্দিন, সেমিনার সহকারী জেসমিন নূরী, প্রভাষক রাজিয়া সোলতানা, প্রভাষক জেসমিন ইসলাম, ববিতা বড়ুয়া, প্রদর্শক মানসী বড়য়া, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়ুয়া, মোঃ আলাউদ্দিন, কাকন বড়ুয়া, নরেশ বড়ুয়া, মোঃ মিজানুল হক, সঞ্জু বড়ুয়া, মঈন উদ্দিন কাদেরী, নুরুল কবির, মোস্তাক আহমদ, আহমদ হোছাইনসহ প্রমূখ।