তরণী আর তরুণী দুই-ই এক
দাঁড় ছাড়া দুই-ই দুষ্কর,
দুই-ই তরঙ্গ ভালবাসে
দুই-ই হঠাৎ জীবন নাশে।
তরণী রাতের রূপালী জলে জোৎস্নায় ভাসে।
তরুণী রাতের জোৎস্নায় আমাকে অল্প গ্রাসে।
তরণী সমুদ্র পাড়ি দেয় যদি হয় দক্ষ মাঝি,
তরুণীর প্রেমে পড়তে আমি সর্বসময় রাজি।
মাঝিহীন তরণী ছিদ্র হয়ে ডুবে রয়,
প্রেমহীন তরুণী দুর্বিপাকে দুয়ো হয়।
পাল ছাড়া তরণী ঝড়ে ভেঙ্গে চুরমার,
ঘরছাড়া তরুণী তীক্ষ্ণ ছোরার ধার।
সুতরাং সাবধান, তরণী আর তরুণী।
******************************
লেখক: গর্জনিয়া,রামু,কক্সবাজার।