অনলাইন ডেস্কঃ
করোনাকালে চালু হওয়া ভার্চুয়াল আদালত স্বাভাবিক অবস্থায় চালানোর সুযোগ থাকবে না। শুধু বিশেষ প্রয়োজনে এবং বিশেষ পরিস্থিতিতেই এই আদালত চালানো যাবে। সংসদের বিবেচনায় থাকা ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ পরীক্ষা-নিরীক্ষা করে এ মত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
সোমবার কমিটির পক্ষ থেকে সংসদের বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হতে পারে। করোনকালে অধ্যাদেশ জারি করে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা হচ্ছে। এ বিষয়টিকে আইনে পরিণত করতে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ২৩ জুন সংসদে বিল তোলা হয়। পরে বিলটি পরীক্ষা করে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ২৪ জুন সংসদীয় কমিটিতে বিলটি সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। রোববার কমিটির বৈঠকে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর কিছু পরামর্শ সহকারে বিলটি পাসের সুপারিশ করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বলেন, আইন বিশেষজ্ঞদের কাছ থেকে লিখিত পরামর্শ পেয়েছে সংসদীয় কমিটি। ওই পরামর্শ যতদূর সম্ভব বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, প্রয়োজনে এ আইন প্রয়োগ করার বিষয়ে সংসদীয় কমিটি সুপারিশ করেছে। দেশে কোন মহামারি হলে, জরুরি প্রয়োজন দেখা দিলে বা নিরাপত্তার প্রশ্ন উঠলে হাইকোর্ট বিভাগ এ আইন প্রয়োগ করবে।
সংসদীয় কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুনসহ কয়েকজন লিখিত মতামত পাঠিয়েছেন বলে কমিটির সভাপতি মতিন খসরু জানান।
সংসদে উত্থাপিত বিলে ভার্চুয়াল উপস্থিতির সংজ্ঞায় বলা হয়েছে, ‘অডিও-ভিডিও বা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির আদালতে বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা ও অংশগ্রহণ।’
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার বিল, ২০২০-এর ওপর আলোচনা করা হয়। এ সময় আইনমন্ত্রী দেশে বিলটি উত্থাপনের প্রেক্ষাপট, প্রয়োগের ক্ষেত্র, সীমাবদ্ধতা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এ বিলের সামঞ্জস্যতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বক্তব্য উপস্থাপন করেন।
কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান, মো. শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার অংশ নেন।
বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর প্রমুখ অংশ নেন।
সূত্রঃ সমকাল