বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলায় দুই আওয়ামী লীগ নেতা অপহরণের শিকার হওয়ার রেশ কাটতে না কাটতেইি আবারও আলীকদম উপজেলায় এক আওয়ামী লীগ নেতা নিখোঁজ হয়েছেন। তার নাম পত্যায়ন চাকমা। ধারণা করা হচ্ছে তিনি অপহরণের শিকার হতে পারে।
পত্যায়ন নয়াপাড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং স্থানীয় সত্যমুনি চাকমার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সন্ধ্যায় পত্যায়ন চাকমা আলীকদমের মিরিনঝিরি বেজেয়া পাড়ায় যায়। সেখানের মেরিংচর পাড়ার একটি বাসায় আড্ডা দিয়ে রাত নয়টার দিকে বের হওয়ার পর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে বাড়ি না ফেরায় মঙ্গলবার (২ আগস্ট) বিকালে পত্যায়নের স্বজনরা আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে পুলিশ বুধবার মেরিংচরের বেগেরা কারবারী পাড়াসহ বিভিন্ন এলাকায় তার খোঁজে তল্লাশি চালায়।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংরি মং মার্মা বলেন, আমরা ধারণা করছি তাকে জেএসএস অপহরণ করতে পারে।
স্থানীয়রা মনে করছে, বিগত সময়ে আলীকদমের বিভিন্ন এলাকায় ন্যাশনাল পার্টির কার্যক্রম থাকলেও তাদের একাংশের আত্মসমার্পণের পর দুর্বল হয়ে পড়ে। তাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) তাকে অপহরণ করে থাকতে পারে।
এই ব্যাপারে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, পত্যায়নের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৩জুন রাতে জেলার রোয়াংছড়ির জামছড়ি থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মং পু মার্মাকে অপহরণ করা হয় এবং গত শুক্রবার লামার ফাসিঁয়াখারী ইউনিয়নের হারগাছা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছারকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। নুরুল আবছার তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও খোঁজ মেলেনি মং পু মার্মার।