গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
টেকনাফ বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে আনন্দ, উল্লাস ও উৎসব মুখর পরিবেশে চলছে মিষ্টি বিতরণ। টেকনাফ উপজেলা বিএনপি সুত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নব গঠিত কমিটিতে কক্সবাজার জেলা বিএনপির নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাউদ্দিন আহম্মদ, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার সদর -রামু আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল কেন্দ্রীয় বিএনপির মৎসজীবি বিষয়ক সম্পাদক ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহম্মদের সহধর্মিনী মিসেস হাসিনা আহম্মদকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
এই তিন নেতাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ নেতৃত্বে টেকনাফের বিএনপির পরিবারের নেতাকর্মীদের মাঝে চলছে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদু রাজ্জাক, টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসান আহম্মদ, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর কামাল, বিএনপি নেতা হাজী হোসন আহম্মদ, পৌর মৎসজীবি দলের সভাপতি মো: তৈয়ব, সংগ্রামী যুবদল নেতা মো: ছেবর আলম, মো: সেলিম, নুরুল ইসলাম, সৈয়দ মিয়া, মো: আজিজ, মো: রফিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নির্যাতিত নেতাকর্মীরা।
উক্ত সভায় টেকনাফ বিএনপির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক এবং চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান কে ফুলেল শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করেন।
তার পাশাপাশি নব গঠিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহম্মদের সু-স্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন এবং খুব তাড়াতাড়ি যেন তিনি স্ব-দেশে ফেরত আসতে পারেন সেই দাবি ও জানানো হয় সরকারের কাছে।