নীতিশ বড়ুয়াঃ
কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব, রামুর কৃতি সন্তান, বিশিষ্ট সংগীতশিল্পী প্রবীর বড়ুয়ার স্মরণে রামুতে ১২ অক্টোবর, সোমবার স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে |
রামুর সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও জেলা-উপজেলার বিশিষ্ট সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন |
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য ব্যাপক আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানান শিল্পী প্রবীর বড়ুয়া স্মরণ কমিটির নেতৃবৃন্দ| কমিটির আহবায়ক মাস্টার মো. আলম ও সদস্য সচিব বশিরুল ইসলাম রামুর সকল সাংস্কৃতিক, সাহিত্য, সামাজিক সংগঠনের সদস্য ও প্রয়াত প্রবীর বড়ুয়ার আপনজনদের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন |
উল্লেখ্য যে, কক্সবাজারের বিশিষ্ট সংগীতশিল্পী, অবসরপ্রাপ্ত পর্যটন কর্মকর্তা শিল্পী প্রবীর বড়ুয়া গত ০৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।