প্রেস বিজ্ঞপ্তি :
রামুর গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার সন্ধ্যায় মাঝিরকাটা এলাকায় চিহ্নিত ডাকাত দলের সদস্যদের অতর্কিত হামলায় হাফেজ আহমদ গুরুত্বর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ হামলা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে হামলাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন- গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি আতিকুর রহমান, সহসভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলিল, ইকবাল হোসাইন স্বাধীন, সেলিম উল্লাহ বিপ্লব, জিয়াউর রহমান, ইনজামাম উল হক চৌধুরী, রিদুয়ান, জাহিদ উল্লাহ, সাইফুল ইসলাম, জনি, রাশেদ, রমজান, রাকিব মাহমুদ,আলী আশরাফ, ত্বকী, নাজিম,আজিজ খান জয় প্রমূখ।