পলাশ বড়ুয়া:
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত রুমখাঁপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়, পূর্বরত্না সার্বজনীন বোধিরত্ন ভাবনা কেন্দ্রে যাতায়াত সহ হাজারো মানুষ চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা।
ফলে প্রতিনিয়ত পূণ্যার্থী, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ জনচলাচলে
সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার সহ বই-খাতা নষ্ট করছে শিক্ষার্থীরা।
স্থানীয় সরকারের অধীনে প্রায় ১৫ বছর আগে এ সড়কটি নির্মাণের পর থেকে এর কোন সংস্কার কাজ আর করা হয়নি। ফলে অধিক বৃষ্টিপাত ও পানি চলাচলের স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় রাস্তাটি ভেঙ্গে গেছে।
অপরদিকে ৭ আগষ্ট (রবিবার) কতিপয় ভুমিদস্যুদের দখলবাজিতে সংকোচিত হয়ে আসছে একমাত্র রাস্তাটি।
সড়কটি মেরামতের জন্য বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কোন প্রতিকার মেলেনি বলে জানালেন এলাকাবাসী ।
এলাকাবাসির একটাই প্রশ্ন, গ্রামীণ বলে কি সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি অবৈধ দখলে যাবে ?
******************************************************************************************************************
লেখক : সম্পাদক, সিএসবি২৪ ডটকম, ইমেইল : [email protected]