রামু প্রতিনিধি:
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে রামু উপজেলা আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট, রবিবার বিকাল তিনটায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
দলের যুগ্ন-সাধারণ সম্পাদক সুজন শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ বিন নজির, মাস্টার নুরুল আমিন, নুর হোসেন, রতন মল্লিক, সুলতান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম বকুল, যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্তোষ বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক কামাল উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম জাফর আলম, শ্রম সম্পাদক অনুপম বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শফিকুল ইসলাম টুনু, সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব ও নুরুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ দপ্তর সম্পাদক হাকিম আলী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, নুর আহমদ, ফজল করিম, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আবদুর রহিম মুন্সী, খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি আবদুল হক, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন আহবায়ক জহুর আলম, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক শংকর শর্মা, কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান প্রার্থী জাকের আহমদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম, কাউয়ারখোপ ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, ঈদগড় ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, রশিদনগর ইউনিয়ন সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মো. শাহীন, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি কামাল বোরহান উদ্দিন আহমেদ শাহান, সাধারণ সম্পাদক মোশাররফ হোছাইন সিকদার, চাকমারকুল সভাপতি মাষ্টার শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক সরওয়ার, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল প্রমূখ।
সভায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৫ ও ১৬ আগষ্ট এবং রামুর ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগষ্ট ভোর ছয়টায় কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৯ টায় জাতিরজনকের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল দশটায় শোক র্যালী, দুপুর ২টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, ১৬ আগষ্ট সকাল দশটায় স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে শোক দিবসের আলোচনা সভা। এসব কর্মসূচী সফল করতে দলের সর্বস্তুরের নেতাকর্মীদের ভুমিকা রাখার আহবান জানানো হয়।
সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হানিফ বিন নজিরকে আহবায়ক, মাস্টার নুরুল আমিন, রতন মল্লিক, নুরুল ইসলাম সেলিম, ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, সুজন শর্মা, সরওয়ার কামাল সোহেল ও এম জাফর আলমকে সদস্য করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ গঠন করা হয়।
সভায় ১৫ আগষ্টকে কেন্দ্র করে যাতে কোন নেতাকর্মী বিভিন্ন সংগঠনের নামে কেউ চাঁদাবাজি করতে না পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। এমনকি এধরনের কর্মকান্ডের কেউ লিপ্ত হলে তাকে আইনশৃংখলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্যও অনুরোধ জানানো হয়।
সভায় রামু উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।