সুনীল বড়ুয়া:
কক্সবাজারের রামুতে অস্ত্রসহ মো. হোসেন (৪৫) নামের এক ডাকাতকে আটক করেছে রামু থানা পুলিশ। শনিবার রাতে রামু পুরাতন বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক,৫ রাউন্ড কার্তুজ,ও একটি ধারালো দা উদ্ধার করা হয়। ডাকাত হোসেন উপজেলার রশিদনগর ইউনিয়নের নতুন বাজার এলাকার মো. কালুর ছেলে।
পুলিশ জানায়,শনিবার রাতে রামুর পুরাতন বাইপাস এলাকার দক্ষিণে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ওইস্থানে অভিযান চালায়। এ সময় ডাকাত মো. হোসেনকে এসব অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।
এদিকে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর রামুনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক ডাকাত মো. হোসেনের বিরুদ্ধে হত্যাসহ ডাকাতি,মানব পাচার ও বন মামলাসহ তিনটি মামলা রয়েছে।