রামুতে সড়ক দূর্ঘটনায় পর্যটকের মৃত্যু
সোয়েব সাঈদঃ
রামুতে বাস চাপায় এক পর্যটক প্রাণ হারিয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাতটায় রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত প্রলয় সিকদার (৩২) মাগুরা জেলা প্রফুল্ল সিকদারের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত প্রলয় সিকদার টেকনাফের সেন্টমার্টিন যাচ্ছিলেন। পথিমধ্যে বিরতির সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।