বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে একটি লাউ গাছের বোটায় ১১টি লাউ ধরেছে।চাঞ্চল্যকর ঘটনাটি দেখতে লোকজন লাউ গাছের গোঁড়ায় ভীড় জমাচ্ছে।
ছবিটি তোলা হয়েছে বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের কুমপাড়া শামশু ফকিরের লাউ বাগান থেকে।
ছবিটি ক্যামেরা বন্দি করেছেন আমাদের প্রতিনিধি আবদুল হামিদ।