নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামায় দিনে-দুপুরে ব্যবসা প্রতিষ্টানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ২জন আহত হয়েছে।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল ১০টায় মগনামা ইউনিয়নের মাঝির পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। হামলায় আহতরা হলেন, ওই গ্রামের মৃত জাগের আহমদের পুত্র আবদুর রহিম(৫০) ও তার স্ত্রী ছকিনা বেগম(২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে একই গ্রামের মোস্তাক আহমদের পুত্র মোঃ ফারুক(২৩), জকির আলমের পুত্র মনজুর আলম(২৫), এমদাদ মিয়ার পুত্র মোস্তাক আহমদ ও কালু, নুর আহমদের পুত্র আমিনুল হক(৪০), মোঃ রশিদের পুত্র মোর্শেদুল আলম(২২)সহ আরো কয়েকজন দুর্বূত্ত কোন কারণ ছাড়াই আকস্মিক আবদুর রহিমের দোকানে হামলা চালায়। এসময় আবদুর রহিম ও তার স্ত্রী দুর্বূত্তদের বাধা দিতে চেষ্টা করলে স্বামী-স্ত্রী দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় হামলাকারীরা আবদুর রহিমের মুদির দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী দূর্বূত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্বামী-স্ত্রী দুই জনকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
আহত আবদুর রহিমের স্ত্রী ছকিনা বেগম বলেন, এলাকার চিহ্নিত দূর্বূত্তরা আমি এবং আমার স্বামীকে আহত করে দোকনের নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে খবর পেয়ে ঘটনার পর পেকুয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।