নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় ছাত্রলীগের শোডাউনে হামলা চালিয়েছে দূবৃর্ত্তরা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষে গত ৮ আগষ্ট সোমবার দুপুর ১টার দিকে ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখা শোডাউন করে।
পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর ও সাধারন সম্পাদক এহতেশামুল হকের নেতৃত্বে ছাত্রলীগ মোটর শোভাযাত্রা নিয়ে ওইদিন উপজেলার প্রধান সড়কসমূহ সড়ক প্রদক্ষিণ করে।
পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার থেকে বের হয়ে চৌমুহনী ও এবিসি সড়কের উপজেলা পরিষদ সংলগ্ন স্থান থেকে ফের পেকুয়া বাজার অভিমুখ হওয়ার সময় একদল দূবৃর্ত্তরা চৌমুহনীতে ছাত্রলীগের শোডাউনে হামলা চালায়।
এসময় দূ’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই দূবৃর্ত্তরা ছাত্রলীগের শোডাউন প্রতিহত করতে ইট পাটকেল ছোঁড়ে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এহতেশামুল হক বলেন, দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কর্মসুচী চলছে। ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখা এনিয়ে গণসচেতনতা তৈরির কাজ করছে। ওইদিন আমরা ২শতাধিক ছাত্রলীগ কর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে সড়ক প্রদক্ষিণ করি। এসময় পেকুয়া উপকুলীয় কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করি। পেকুয়া বাজার আসার পথে কলেজ গেইট চৌমুহনীতে শেখের কিল্লাহ ঘোনা এলাকার ২০/৩০জনের সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালায় এবং ইটপাটকেল ছোড়ে তারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এম.কফিল উদ্দিন বাহাদুর বলেন, যুবলীগের এক নেতার ইন্ধনে আমাদের শান্তিপূর্ণ শোডাউনে হামলা চালায়। হামলাকারীরা ওই নেতার অনুসারী। বিষয়টি আমরা জেলা ছাত্রলীগ, জেলা আওয়ামীলীগসহ সর্বোচ্চ পর্যায়ে অবহিত করেছি।