মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পাহাড় ধ্বসে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ কাউছার (১৩) স্থানীয় আবু ছিদ্দিক (বাইলা) ও ছায়েরা খাতুনের ছেলে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড়ের মেম্বার ইকবাল বাহার রামুনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরুর জন্য পাহাড়ে ঘাস কাটতে গিয়েছিল মুহাম্মদ কাউসার ঐ সময় পাহাড় ধ্বসে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়।
প্রবল বৃষ্টিপাতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড় ধ্বসের কারণ হিসেবে মনে করেন অনেকেই। বিষয়টি পরিষদের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।