সোয়েব সাঈদ:
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী বলেছেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জীবনের জন্য নিরাপদ পানি পান এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গভীর ও অগভীর নলকুপ স্থাপন এবং স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ অব্যাহত রেখেছে। সকলের সচেতনতায় পানি বাহিত অনেক রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে।
তাই সর্বত্র নিরাপদ পানি পান এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক সহ সকলকে ভূমিকা রাখতে হবে।
কক্সবাজারের রামুতে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক এডভোকেসী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (১০ আগষ্ট) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাগত সহকারি কমিশনার (ভূমি) নিকারুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মান্নান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আফছার আলী।
ব্র্যাক ওয়াশ কর্মসূচি রামুর ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাশেম, কলঘর আবু বকর ছিদ্দিকী বালিকা মাদরাসার সুপার মাওলানা শরিফুল হক, মেরংলোয়া রহমানিয়া মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ রফিক প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম।