আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় জাপানে আত্মহত্যার হার ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবণতা ছিল বেশি। এর কারণ, প্রথম ঢেউয়ের সময় সরকার উদার হাতে জনগণকে অর্থ সহায়তা দিলেও দ্বিতীয় দফায় সেটা কমে যায়।
গত জুলাই থেকে অক্টোবর সময়ে জাপানে আত্মহত্যার হার আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। হংকং ইউনিভার্সিটি ও টোকিও মেট্রোপলিটন ইনস্টিটিউট অব জেরোন্টোলজির গবেষণায় এই উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। গবেষকরা লিখেছেন, এই মহামারি শিশু, কিশোর-কিশোরী ও নারীদের (বিশেষ করে গৃহিণীদের) ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে।
দ্বিতীয় ঢেউয়ে এ সময় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, যাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারীরা। এতে কর্মজীবী মায়েদের ওপর চাপ বেড়েছে। পারিবারিক নির্যাতনও বেড়েছে। এর ফলে নারীদের আত্মহত্যার হার বেড়েছে ৩৭ শতাংশ, যা পুরুষের তুলনায় পাঁচ গুণ। শিশুদের আত্মহত্যার হার বেড়েছে ৪৯ শতাংশ। সূত্র: দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।
সূত্রঃ সমকাল