ক্রীড়া প্রতিবেদক :
মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার সফল হয়েছে। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবে শেষ করেছেন মুস্তাফিজের অস্ত্রোপচার।
বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়। যদিও এ অস্ত্রোপচারের সময় দুইবার পরিবর্তন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১১টা এবং দুপুর ২টায় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু সকালে তার এমআরআই করানো হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর অস্ত্রোপচার শুরু করেন ওয়ালেস। অস্ত্রোপচারে সময় লেগেছে প্রায় ৫০ মিনিট।
দুই ঘণ্টা নিবীড় পর্যবেক্ষণে রাখার পর মুস্তাফিজকে বেডে দেওয়া হবে। এরপর ছয় ঘণ্টার মতো হাসপাতালে থাকতে হবে এ পেসারকে। অস্ত্রোপচারের আগে ওয়ালেস জানিয়েছিলেন, কাঁধ ও বাহুর সংযোগস্থলের সামনে ও পেছনে দুটি ছিদ্র করে অস্ত্রোপচার করানো হবে। অস্ত্রোপচারের আগে মুস্তাফিজকে সাহস জোগাতে তার সঙ্গে একান্তে কথা বলেন ওয়ালেস। এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত পাঁচ-ছয় মাস লেগে যায়। তবে ওয়ালেস জানিয়েছেন, মুস্তাফিজ ১২ সপ্তাহের মধ্যে নেটে ফিরতে পারবেন।
মুস্তাফিজকে সাহস জোগাতে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির ফোনে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মুস্তাফিজকে সাহস জুগিয়েছেন। মানসিকভাবে শক্ত থাকতে বলেছেন। সকালে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।