আল মাহমুদ ভুট্টো, রামুঃ
‘তামাক করে হৃদপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালবাসি তামাককে নয়’ এ প্রতিপাদ্যে রামুতে ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রনে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রামু উপজেলার অফিসার্সক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। বক্তব্য রাখেন, রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সরোয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী, রামু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এফাজুল হক, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা সংসদ রামুর সাবেক ডেপুটি কমান্ডার রণধীর বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সূর্য্যরেহাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন, সাংবাদিক আল মাহমুদ ভুট্টো প্রমুখ।
বক্তারা বলেন, তামাকের চাষ, তামাকের ব্যবহার, তামাক সেবন যেন ক্রমান্বয়ে কমানো যায় সকলকে একযোগে কাজ করতে হবে। তামাক বিরোধী ভ্রাম্যমান আদালত, প্রচার প্রচারনা, তামাক কোম্পানীর বিজ্ঞাপন অপসারণসহ নানা উদ্যোগের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে হবে।