সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামু সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্টাতা সহকারী অধ্যাপক আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদস-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এক শোক বার্তায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
অধ্যাপক আবু তাহের ১৪ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের সিকদার পাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ১৫ ফেব্রুয়ারী বাদে যোহর ইউনিয়নের উত্তর মাছুয়াখালীস্থ মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।