গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
টেকনাফ ২ বিজিবির সদস্যরা বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বিভিন্ন কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাসহ একজনকে আটক করেছে। ১২ আগস্ট বিকাল ৩ টায় টেকনাফ হ্নীলা ইউনিয়নের বাসষ্টেশন এলাকা থেকে বিকাশ কোম্পানির এরিয়া ম্যানেজার পরিচয়দানকারী এই প্রতারককে ইয়াবাসহ আটক করে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয় সচেতন জনতা।
আটককৃত যুবক ঢাকা নারায়নগঞ্জ এলাকার মোসাদ্দেকুল ইসলামের পুত্র ইমরানুল ইসলাম (৩০) বলে জানা গেছে। ইদানিং অনেকে ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে টেকনাফ থেকে সু-কৌশলে ইয়াবা পাচার করছে বলে বিভিন্ন সুত্রে জানা যায়। এরা বিভিন্ন সংস্থা ও কোম্পানির নাম ব্যবহার করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষের ধারণা।
এ ব্যাপারে টেকনাফ উপজেলার বিকাশ এজেন্টের ডিরেক্টর মোঃ আলী আমাদের রামুকে জানান, দীর্ঘ কয়েক দিন ধরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় এই যুবকটি বিকাশ কোম্পানির এরিয়া ম্যানেজার পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম ও বিকাশ কোম্পানির সাধারণ গ্রাহকদেরকে হয়রানি করে যাচ্ছে। এবার হ্নীলা ইউনিয়নের বাসষ্টেশন এলাকা থেকে হ্নীলা বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও সচেতন জনতার সহযোগিতায় তাকে আটক করা হল। এরপর টেকনাফ বিকাশ কোম্পানির হেড অফিসে নিয়ে আসার পর তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় এবং তার সাথে থাকা ব্যাগ ও শরীর তল্লাসী করে পায়ের মৌজার ভিতর বেশ কয়েকটি ইয়াবার প্যাকেটের সন্ধান মিলে। এসময় তাকে টেকনাফ ২ বিজিবি সদস্যদের হাতে ইয়াবাসহ তুলে দেওয়া হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘ দিন ধরে টেকনাফের কালাম নামে এক যুবকের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। টেকনাফের ইয়াবা ব্যবসায়ী কালামের ঠিকানা তার কাছ থেকে পাওয়া না গেলেও সে কালামের এই ০১৮৫৬৭৩৪৪২৪ নাম্বারটি স্থানীয় সংবাদকর্মী ও বিজিবির কাছে দিয়েছে।