ক্রীড়া ডেস্ক:
অবশেষে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলে ফেরার ঘোষণা দিলে লিওনেল মেসি। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইএসপিএন।
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির বিপক্ষে প্যানালটি মিস করায় মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
মেসি তার বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি জানি আর্জেন্টিনার ফুটবল দলে অনেক সমস্যা আছে এবং তিনি সেটি আর বাড়াতে চান না।’
তিনি আরও জানিয়েছেন, ‘আমি দেশের কোনও ক্ষতির কারণ হতে চাই না। আমার লক্ষ্য আমার সাধ্য মতো দেশকে সাহায্য করা’।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছুর সমাধান করতে হবে। কিন্তু মাঠে খেলে সমালোচনা বাড়ার চেয়ে আমি সেটা ভেতরে থেকে করতে চাই।
বিবৃতিতে তিনি তার সব ফ্যান বা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আশা করছেন শিগগিরই তারা সমর্থকদের আনন্দ দিতে পারবেন।