মোঃ নাজমুল হুদা,লামাঃ
“কোভিড-১৯ মহামারীতে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮মার্চ,২০২১ ইং–) সকালে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে র্যালি পরবর্তীতে হলরুমে চিত্রাংকন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) লামা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএটু কামরুল হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংযুক্ত হন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ জাহেদ উদ্দীন,মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মৎস্য অফিসার মকছুদ হোসেন,হিসাবরক্ষণ অফিসার কানসন দে,পিআইও মোঃ মজনুর রহমান,রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান চাছিং প্রু মার্মা, প্রেস ক্লাবের সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,লামা উপজেলা মহিলা আ,লীগের সেক্রেটারি শ্যামলী বিশ্বাসসহ বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।