নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে তথ্য প্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য স্কুলগুলোতে ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি স্কুলে এ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলার এক মাত্র মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম সরকারের প্রতিনিধি হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থাপিত ল্যাবের নামকরণ ফলক উম্মোচন ও উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকায় শিক্ষা সম্প্রচারনে কাজ করে যাচ্ছে। সরকারের সফল উদ্যোগ হিসেবে বেসরকারি স্কুল ও কলেজ জাতীয়করণের আওতায় এনেছেন। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা অর্জনে ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ, প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, নাইক্ষ্যংছড়ি থানা ইনর্চাজ মোঃ আবুল খাইর, শিক্ষা অফিসার আবু আহম্মেদ, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল মালেক, সদস্য উক্যমং চাক্, শিক্ষক ফখরুদ্দীন, কুলসুমা বেগম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, গনমাধ্যম সি প্লাস সংবাদকর্মী মোঃ হাফিজ ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা ক্যনু অং চাক্সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।