আব্দুল হামিদ, বাইশারী:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) এর আগমন উপলক্ষ্যে নতুন সাজে সাঁজছে বাইশারী।
১৪ আগষ্ট রবিবার বেলা ১১ টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে বিশাল জনসভায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে ভাষণ দিবেন পার্বত্য অঞ্চলের এই নেতা।
এদিকে মন্ত্রীর আগমন উপলক্ষ্যে সড়ক জুড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, রাবার বাগান মালিকেরা তোরণ নির্মাণ ও পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মোঃ আলম বিশাল মঞ্চ তৈরী করেছেন।
তাছাড়া বাইশারী বাজার সহ বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে। পাশাপাশি মন্ত্রীর আগমনে পুলিশ- বিজিবির টহল জোরদার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আবু খায়ের আমাদের রামু কে বলেন, মন্ত্রী মহোদয়ের আগমনে পুলিশকে ৫টি উপদলে বিভক্ত করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন, মন্ত্রী মহোদয় এসে বিশাল জনসভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ভাষণ দিবেন এবং ইউনিয়ন পরিষদে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবাগত পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণের অভিষেক অনুষ্ঠানে যোগদান, বাইশারী চাকপাড়া সড়কে ফাঁরি খালের উপর ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করবেন।