আমাদের রামু প্রতিবেদন:
১৫ আগষ্ট জাতির পিতার প্রয়াণ দিবস। আজ রাষ্ট্রীয় মহান শোক দিবস। মাতৃভূমির স্বাধীনতা এবং এই দেশবাসীকে শোষণ-নিপীড়ন থেকে মুক্তি দিতে যিনি সর্বস্ব ত্যাগ করেছেন রাষ্ট্র আর দেশবাসী আজ তাঁর মৃত্যুতে গভীর শোকাহত হবার কথা। কিন্তু তাঁর মৃত্যু এই দেশে বসবাসকারী এবং নাগরিক সুবিধা পরিভোগকারী সবাইকে আদৌ শোকাহত করতে পেরেছে কিনা? তিনি কোন নির্দিষ্ট দলের দলীয় নেতা নন, তিনি সমগ্র জাতির নেতা, এদেশের সকল মুক্তিকামী মানুষের মুক্তির অগ্রদূত।
রাজনীতির এই মহান কবিকে নিয়ে যেন অপরাজনীতি না হয়। তিনি এদেশের মানুষের স্বপ্ন পূরণে আজীবন লড়েছেন, স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন এটাই সব থেকে বড় কথা।
রাষ্ট্র এখনো তাঁর আত্মজীবনী সম্পর্কে জানার জন্য ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজটি পুরোপুরি করতে পারেনি। উল্টো এই প্রজন্ম তাঁকে ঘৃণা আর অবজ্ঞা করার শিক্ষা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে লাভ করছে। শিক্ষার সব স্তরে জাতির পিতার আত্মজীবনী শ্রেণি ভেদে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।