পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম’এর উদ্যোগে মগনামা ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
গত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করলেও অনাড়ম্বর ভাবে শোক দিবস পালন, কাঙ্গালী ভোজ আয়োজন ও এতিম অসহায় লোকদের খাবার বিতরন করে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে এলাকাবাসীর ধারনা।
১৫ আগষ্ট সকালে ইউনিয়ন পরিষদ ভবনে এ উপলক্ষে খতমে কোরান ও বিশেষ মোনাজাত করা হয়। চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে আলোচনা সভায় পবিত্র কোরান তেলোয়াত করেন ইউপি সদস্য জসিম উদ্দিন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর, আজিজুল হক, নুর মোহাম্মদ মাদু, খোরশেদ আলম, সাহেদুল ইসলাম, নুর মুহাম্মদ বদ, জাইদুল ইসলাস, নুরুল আজিম, জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা, রুহুল আলম, মমতাজসহ মহিলা এমইউপি ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, শেখ মুজিবুর রহমান কোনো দলের পিতা নন, ‘তিনি জাতির পিতা। বাংলাদেশের উন্নয়নের পেছনে রয়েছে শেখ মুজিবুর রহমানের উপস্থিতি। তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাদের জন্য স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন।’