অনলাইন ডেস্কঃ
দেশে গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর, চলতি বছরের মে পর্যন্ত অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রায় ৫১১ কোটি টাকা দেয়া হয়েছে। এই টাকা ছাড় দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট।
রোববার (২০ জুন) কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে জানা যায়, ১১ হাজার ৫৬৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৯৮৩ টাকা কল্যাণ সুবিধা প্রদান করে ট্রাস্ট।
এদিকে ১৬ জুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ব্যাংকে পাঠানো হয়েছে। রোববার ইফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীর নিজ নিজ ব্যাংক হিসেবে পৌঁছে গেছে টাকা।
বিবৃতি জানানো হয়, অর্থ, জনবলসহ নানাবিধ সংকট মোকাবিলা করে করোনার এই দুর্যোগেরও মধ্যে মুজিববর্ষের সেবার মানসিকতা নিয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা সকল ছুটি থেকে বিরত রয়েছেন। তারা অতিরিক্ত দায়িত্ব পালন করে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সেবা অব্যাহত রেখেছেন।
বিবৃতি আরও বলা হয়, করোনায় সারাদেশে এখনও লকডাউন (বিধিনিষেধ) চলছে। এই লকডাউনের মধ্যেও কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর নির্দেশে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যাচ্ছেন।
সূত্রঃ জাগোনিউজ