ইউনিয়ন প্রতিনিধি:
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ আগষ্ট গর্জনিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফরিদ আহম্মদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো:আইয়ুব সিকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও রামু উপজেলা এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নেজামসহ স্থানীয় মুরব্বী,আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।