স্পোর্টস ডেস্ক:
নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার জোড়া গোলের আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ছয় খেলায় এটি আবাহনীল তৃতীয় জয়। ১২ পয়েন্ট নিয়ে আকাশি-নীল শিবির এখন যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে।
ম্যাচে আরামবাগ পুরো দ্বিতীয়ার্ধ খেলেছে ১০ জন নিয়ে। কারণ প্রথমার্ধেও শেষ মিনিটে তাদের ডিফেন্ডার সাদ্দাম হোসেন আবাহনীর ইংরেজ ফরোয়ার্ড লি টাককে ফাউল করে লাল কার্ড দেখেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৪ মিনিটেই সানডে চিজোবা মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ঢুকে পড়েছিলেন আরামবাগ বক্সে। ক্যামেরুনিয়ান মিডফিল্ডার ইয়োকো সামনিক সানডেকে আটকাতে গিয়ে ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী। পেনাল্টি শটটি নেন সানডে নিজেই। প্রথমে বল আরামবাগ গোলরক্ষক মিটুল হাসান ব্লক করলেও রিবাউন্ডে জালে বল জড়িয়ে দেন সানডে।
৩৭ মিনিটে আরামবাগ রক্ষণ ভেদ করেছিলেন আবাহনী ফরোয়ার্ড ওয়াহেদ। মিতুল পোস্ট ছেড়ে এসেছিলেন কিন্ত ওয়াহেদ শট নেন পোস্টের বাইরে। বিরতির পর ৬৬ মিনিটে সমতা আনার নুযোগ পেয়েছিল আরামবাগ। নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন ডিফেন্স ভেদ করতে সক্ষম হলেও পারেননি গোল করতে। বক্সেও মাঝ থেকে তিনি বল মারেন ক্রসপিসের ওপরে।
ম্যাচে দলের জয় নিশ্চিত করা গোলটি সানডে করেন ৮৫ মিনিটে। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। আগুয়ান গোলরক্ষক মিতুল হাসানকে পরাস্ত করেন ডান পায়ের আলতো প্লেসিং শটে, ‘ডেলিকেট গোল’ ছিল এটি। ছয় ম্যাচে আরামবাগের সংগ্রহ ছয় পয়েন্ট। আবাহনীর সঙ্গে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল, মুক্তিযোদ্ধা ও রহমতগঞ্জ।