রিয়াদ:
সৌদিতে পূর্বানুমতি এবং ছুটি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে ১০হাজার সৌদি রিয়াল জরিমানা এবং স্থায়ীভাবে দেশে ফেরত পাঠানো হবে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের (জাওয়াজাত) বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানান।
এতে বলা হয়েছে, যারা এ ধরনের অনিয়মিত শ্রমিককে আশ্রয় এবং কাজ দেবেন তাদের এক লাখ সৌদি রিয়াল জরিমানাসহ ৬ মাসের জেল ও ৫ বছর পর্যন্ত নিয়োগের ক্ষমতা বাতিল করা হবে। আশ্রয়-প্রশ্রয়দাতা যদি প্রবাসী কেউ হয় তাহলে তাকে তার নিজের দেশে ফেরত পাঠানো হবে।
এ আইন কার্যকরভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সৌদি নাগরিক এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তর।
পাসপোর্ট বিভাগের মুখপাত্র জানান, এ ঘোষণা প্রকৃতপক্ষে প্রবাসী এবং সৌদি নাগরিকদের আবার মনে করিয়ে দেয়া, যাতে তারা আইন মেনে চলে। শ্রম আইনের লঙ্ঘন দেখলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে অনুবোধ করেন এ মুখপাত্র।খবর বাংলানিউজের।