আবদুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট রবিবার সকাল ৯ টায় বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল মতবিরোধ ভূলে গিয়ে নতুন কমিটিকে দল গোছানোর জন্য সকলকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি নতুন কমিটির সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া বৌদ্ধ ভিক্ষু হত্যা, আওয়ামী লীগ নেতা মংশৈলুং মার্মা হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা সহ আত্মার শান্তি কামনা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা মার্মার পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নতুন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল আহাম্মদ, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শামশুল আলম, উচাহ্লা চাক, আওয়ামী লীগ নেতা ডা. আলী আহাম্মদ, সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মওঃ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন, কৃষকলীগ সাধারণ সম্পাদক জাকের হোসেন প্রমুখ।
পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা নেত্রী নুর জাহান বেগম, সাংগঠনিক সম্পাদক মংবাচিং চাক, মাষ্টার থোয়াইছাহ্লা মার্মা, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মোঃ শাহিন, আওয়ামী লীগ নেতা জলিলুর রহমান, ইউপি সদস্য সাহাব উদ্দিন, আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, মোক্তার আহাম্মদ, মওঃ আব্দুল মন্নান সহ অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।