চকরিয়া প্রতিনিধি:
মিষ্টি জগতে একধাপ এগিয়ে শ্লোগানকে সামনে রেখে হাটি হাটি পা পা করে উৎসব মূখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী ফেরীঘাটে অবস্থিত ফুলকলি প্রতিষ্টানটি এক বছর পূর্ণ করেছে ২১ আগষ্ট রবিবার। ফুল কলি বদরখালী শাখার এক বছর পূর্ণ হওয়ায় মিলাদ মাহফিল ও কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী ফুলকলি প্রতিষ্টানে বাদে আছরের পর পালন করা হয়েছে।
এতে ফুলকলি বদরখালী শাখার স্বত্বধিকারী মোঃ সেলিম উদ্দিনের সাফল্য কামনা ও মুরুব্বীদের জন্য দোয়া চেয়ে মিলাদ মাহফিলে মোনাজাত করেন বদরখালী এম,এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মৌলভী ইয়াহিয়া।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরখালীতে গেল ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা আ.ন.ম হেফাজ সিকদার, কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব, বদরখালী নৌ-পুলিশ কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী, শিক্ষক মিনহাজ সিকদার।
উল্লেখ্য, গত ২১ আগষ্ট ২০১৫ ইং জেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী ফেরীঘাট সংলগ্ন এলাকায় ফুলকলি প্রতিষ্টানটি উদ্বোধন করা হয়।