পেকুয়া সংবাদদাতা:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বর্তমান সরকারের চিকিৎসা সেবার উজ্জল দৃষ্টান্ত কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিতসহ সরকারি দেওয়া ঔষুধগুলো যথাযত বরাদ্ধ নিশ্চিত করা হবে। গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা পেতে যেন কোন ধরনের ত্রুটি না থাকে সেজন্য ইউপি কার্যালয় থেকে সার্বক্ষনিক তদারকি থাকবে। গতকাল রবিবার (২১আগষ্ট) মগনামা ইউনিয়নের ফুলতালা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এসব কথাগুলো বলেন ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ঔষুধ বিতরণ উপলক্ষে মাসিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ মুজিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম বাবুল, স্থানীয় সাবেক এমইউপি ইউনিয়ন আ’লীগ যুগ্ন-সম্পাদক মোঃ মোক্তার, স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীন, স্থানীয় সমাজ সেবক জাহাঙ্গীর, জানে আলম, স্বাস্থ্য সহকারী শাহাদাৎ, জান্নাতুল ফেরদৌসি ও কমিনিউটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা।
এসময় চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম নিজ উদ্যোগে কমিনিউটি ক্লিনিকের অবকাঠামো উন্নয়নের কাজ উদ্বোধন করেন। প্রায় ৫০হাজার টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজে ক্লিনিকের সামনের মাঠ ভরাট, বৈদুতিক সংযোগের মেরামত ও ফ্লোর পাকা করণ কাজ শুরু হয়। এসময় তিনি উক্ত ক্লিনিকে একটি টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতিও দেন।