মুক্তিযুদ্ধ ও জাতির জনককে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন দন্ড এবং কোটি টাকা জরিমানা গুনতে হবে এবার থেকে।
আইসিটি অ্যাক্টের চারটি ধারাকে (৫৪, ৫৫, ৫৬ ও ৫৭ ধারা) স্থানান্তর করে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬ খসড়ায় নীতিগত প্রাথমিক অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।গত ২২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে উক্ত আইন অনুমোদন লাভ করেছে।
এই আইনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, আদালত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে নিষ্পত্তি হওয়া বিষয়সমূহ এবং জাতির জনককে নিয়ে কটূক্তি করলে বা মদদ দিলে তা সাইবার অবরাধ বলে গণ্য হবে।
আর এমন গর্হিত অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবনসহ এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে এ আইন প্রণয়ন করা হয়েছে।আমরা এই আইনকে সাধুবাদ জানাই।
যে মুক্তিযুদ্ধের জন্য এত বিশাল ত্যাগ এবং এই মুক্তিযুদ্ধের যিনি অগ্রসেনাপতি তাঁকে নিয়ে যা ইচ্ছে তা বলতে এবং লিখতে কারো বিবেক যদি না আটকায়, তাহলে তাদের বিরুদ্ধে আইন প্রণয়ন না করে রাষ্ট্রের আর কোন উপায় থাকেনা। বিষয়টি আরো অনেক আগে গুরুত্ব পাওয়া উচিত ছিল। তবে এই জনগুরুত্বপূর্ণ আইনের যথাযত প্রয়োগ একান্ত কাম্য।