মনিরঝিল তার নাম
কালের বক্ষে কাজল রেখা, ছবির মত গ্রাম।
মনি রাজার স্মৃতি ধন্য, মনিরঝিল তার নাম।।
বাঁকে বাঁকে বাঁকখালী নদ,সোনাইছড়ি খাল।
খরস্রোতা দুই তটিনী, বয় অনাদি কাল।।
বিলে ঝিলে শাপলা-শালুক, লক্ষ হাজার কোটি।
জোস্নারাতে রুপালী চাঁদ, হাসে কুটি কুটি।।
গাছে গাছে কিচির মিচির, পাখ-পাখালির গান।
শির শির শির নরম বায়ে, মিষ্টি ফুলের ঘ্রাণ।।
নদীর বুকে পণ্য বোঝাই, নৌকা অগনন।
উজান-ভাটি চলার দৃশ্য, উদাস করে মন।।
কচি-কাঁচা সোনামণি, ছুটছে শিক্ষায়তনে।
ভবিষ্যতের স্বপ্ন আঁকা, ওদের দূ’নয়নে।।
দর্শনীয় চেরাগী পাহাড়, সর্ব্ব উচ্চ চুড়া।
দুই পাহাড়ের মধ্যে যে পথ, নামটি গলাছিরা।।
রামুর সঙ্গে যোগাযোগের, নিকটবর্তী পথ।
পর্যটকদের আনাগোনা, চড়ে আলোর রথ।।
ঝিলের ধারে টিলার উপর, বুজর্গের শাণ
বদর শাহের দরগাহ খ্যাত, জেয়ারতের স্থান।।
এ গাঁ ছাড়া ক্ষণিক কোথাও, পাইনা মনে সূখ।
এ তালুকে বাস্তু ভিটা, গর্বে ভরা বুক।।