এম.এ আজিজ রাসেল:
শহরের ঝাউতলার হোটেল সাগরগাঁও’র সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব। ২৪ আগষ্ট দুপুর ২টায় এএসপি শরাফত ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, ইয়াবা লেনদেনের গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টেকনাফ কাঞ্জরপাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ শামসুল আলমের পুত্র জামাল উদ্দিন (২০) কে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সে পেশাদার মাদক চক্রের সদস্য। পরে জিজ্ঞাসাবাদ শেষে আলামতসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়।