নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলার রমিজ বড়ুয়া (১৯) নামক এক কলেজছাত্রের উপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে জানা গেছে।
রমিজ বড়ুয়া চট্রগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তিনি রামুর ফতেঁখারকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া গ্রামের সাগরজিৎ বড়ুয়ার ছেলে।
রমিজ বড়ুয়ার পিতা সাগরজিৎ বড়ুয়া জানান, ২৪ আগস্ট রাত নয়টার দিকে অতর্কিতভাবে তার ছেলের উপর শাহ আলম তার দলবল নিয়ে এ হামলা করে।
রমিজ বড়ুয়া জানান, বাড়ির পাশের কেতন বড়ুয়ার ফার্নিচারের দোকানে কিছু মানুষ জড়ো হয়েছে দেখে আমি সেখানে যাই। সেখানে দুইপক্ষের মধ্যে বাক-বিতন্ডা হচ্ছে দেখে আমি দোকোনের ভেতরে ঢোকার জন্য এগোনোর সাথে সাথে শাহ আলম কোন কথাবার্তা ছাড়াই ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলে পড়ে এবং মারাত্নক জখম করে। এসময় শমশু আলমের ছেলে মোঃ ইমরান, পেটান আলীর ছেলে রুবেল, মৃত ছগির আহম্মদের ছেলে সাহাব উদ্দিন, গোলাম সোবহানের ছেলে হারুন, রমজান আলীর ছেলে ইউনুছ, এবং ইছমাইল সহ ১৫/২০ জন সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। হামলাকারীরা সবাই স্থানীয় ভুতপাড়া এবং মন্ডলপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী কেতন বড়ুয়া জানান, অতিরিক্ত রক্তকরণ হওয়ায় রমিজ বড়ুয়া এক পর্যায়ে অজ্ঞান হয়ে ঢলে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ডাঃ সুজিত শর্মার কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রামু হাসপাতালে ভর্তি করা হয়।
সাগরজিৎ বড়ুয়া জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান, আমরা বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।