আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্ত লাগোয়া ফাত্রা ঝিরি রেজু পাড়ায় ৫০ বিজিবির উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট বিকাল সাড়ে চারটায় ভালুকিয়া ফাত্রা ঝিরি বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ সেবক সুরত আলম।
পল্লী ডাক্তার মোক্তার আহামদের পরিচালনায় জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫০ বিজিবির ফাত্রা ঝিরি রেজু পাড়া বিওপি কমান্ডার সুবেদার হাসেম আলী সি.কে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাত্রা ঝিরি নতুন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উঃ ধম্মাসামী, রেজু গর্জন বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ মোহাম্মদ হামজা, ইউপি সদস্য বাবুল কান্তি চাকমা, মাষ্টার শচিন্দ্র কারবারী, মাষ্টার অতিমোহন চাকমা প্রমুখ। এছাড়া সমাবেশে এলাকার শত শত পাহাড়ী-বাঙ্গালী, নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সুন্দর সমাজ গঠনে সকলকে মাদক, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা বন্ধ করতে সজাগ দৃষ্টির পাশাপাশি একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা দেখলে তাদের প্রতি নজর রাখতে হবে। এছাড়া সীমান্ত লাগোয়া অত্র এলাকায় যাতে মিয়ানমার থেকে কোন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালান না আসতে পারে সেদিকে খেয়ালসহ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা।