আব্দুল হামিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে শফিউল আলম প্রকাশ শহিদের কলা চাষ ও মাছ চাষ করে সবুজ বিপ্লব ঘটানোর পাশাপাশি আগামী দিনের সম্ভাবনার আলো দেখছেন বলে জানান।
ছোটবেলা থেকে শহিদ মানুষের জন্য নিবেদিত প্রাণ। উত্তর বাইশারী গ্রামে আলী আহামদের পুত্র শফিউল আলম প্রকাশ শহিদ ব্যবসা বানিজ্যের পাশাপাশি এক একর পাহাড়ি ভূমিতে কলা চাষ এবং দুইটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ শুরু করেছেন। মাত্র তিন মাসের ব্যবধানে বাগান ও পুকুরে মাছ বড় হয়ে উঠেছে। শহিদ বলেন, কলা বাগান ও মাছ চাষ করে বিপ্লব ঘটাবেন তিনি। যাতে করে এলাকার লোকজনও সম্ভাবনার আলো দেখেন।
এই প্রতিবেদক সরজমিনে গিয়ে বাগান মালিক শফিউল আলম প্রকাশ শহিদের সাথে কথা বলে জানতে পােরেন, দুইটি পুকুর ও এক একর পাহাড়ি পরিত্যক্ত ভূমি লীজ নিয়ে মাত্র তিন মাস আগে চাষাবাদ শুরু করেছেন। অল্প দিনেই মাছগুলো বড় হয়ে উঠেছে। কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল আলমের উদ্যোগে এই কাজগুলো শুরু করেছেন।
কৃষি কর্মকর্তা রফিকুল আলমও তাকে কিভাবে ফলন ভাল হবে সে বিষয়ে নিয়মিত দেখাশুনার পাশাপাশি পরিচর্যায় সহায়তা করছেন। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে নিজের খরচ পুষিয়ে লাখ টাকা আয় করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। বাকীটা আল্লাহ্ উপর ভরসা করে বাগান ও মাছ চাষে পরিচর্যা চালিয়ে যাচ্ছেন বরে তিনি জানান।