ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে বজ্রপাতে শাহাদাত(৩৭) নামে এক মৎসচাষী আহত হয়েছেন। তিনি রাজাখালী সুন্দরী পাড়া এলাকার মৃত আব্দু রহিম পুত্র। গত শুক্রবার রাত আটটায় এরশাদ আলী ওয়াকফ এষ্টেটস্থ মৎসঘের পাহারা দেওয়ার সময় তিনি এ দূর্ঘটনার শিকার হন।
এসময় মৎসঘেরে উপস্থিত অপর মৎসচাষীরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।