গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
সীমান্ত শহর পর্যটন নগরী টেকনাফ উপজেলার বিভিন্ন প্রকার অপরাধ প্রবনতা বাড়ছে প্রতিনিয়ত। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর শহরের আনাচে-কানাচে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের শেষ নেই। প্রতিনিয়ত চলছে মাদক পাচার এবং সংঘটিত হচ্ছে বিভিন্ন প্রকার অপরাধ কর্মকান্ড। এই সমস্ত অপরাধ কর্মকান্ডের আড়ালে রয়েছে স্থানীয় কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের কিছু কিছু অসাধু কর্মকর্তারাও এই সমস্ত অপরাধীদের সাথে জড়িত। এই অসাধু কর্মকর্তারা অপরাধীদের অপরাধ ডাকার জন্য হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
বিভিন্ন সুত্রে আরো জানা যায়, টেকনাফ উপজেলার মাদক ব্যবসায়ী ও অপরাধীরা কিছু কিছু আইন শৃংখলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা অংকের টাকা দিয়ে থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
গোপন সুত্রে আরো জানা যায়, বেশ কয়েক মাস ধরে সেই সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি সংস্থার আইন শৃংখলা বাহিনীর কিছু অসাধু সদস্যরা মাদক ব্যবসায়ী ও অপরাধীদেরকে চিহ্নিত করে বিভিন্ন প্রকার হুমকি ধুমকির মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করে আসছে।
এব্যাপারে এলাকার সচেতন নাগরিকরা মনে করেন এইভাবে চলতে থাকলে টেকনাফ থেকে কোন দিনও মাদক পাচার বন্ধ হবে না, তার পাশাপাশি প্রতিনিয়ত চলতে থাকবে বিভিন্ন প্রকার অপরাধ কর্মকান্ড। তাই আমাদের দাবি স্থানীয় প্রশাসনকে এই সমস্ত অপরাধীদের দমন করতে আরো কঠোর হতে হবে।
এদিকে মাদক পাচার, চোরাচালান ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টেকনাফ উপজেলা প্রশাসন প্রতি মাসে একবার করে জরুরী সভার আয়োজন করে। ৩০ আগস্ট সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে টেকনাফ উপজেলার পরিষদের হলরুমে আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ মুলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় টেকনাফ উপজেলার চলমান আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা এলাকার সংগঠিত বিভিন্ন অপরাধ কর্মকান্ড তুলে ধরেন। তার পাশাপাশি রাজনৈতিক নেতারাও টেকনাফ উপজেলার কয়েকটি প্রশাসনিক সংস্থার কিছু কিছু অসাধু সদস্যদের ধারা সাধারন মানুষকে হয়রানি, মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করাসহ বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন।
অপর দিকে উপস্থিত টেকনাফ উপজেলার বিভিন্ন সংস্থার আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও মাদক পাচার প্রতিরোধ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কারা, বিভিন্ন অপরাধ কর্মকান্ডে কারা জড়িত তাদেরকে আইনের আওয়াতায় আনতে এলাকার জনপ্রতিনিধিসহ সবাইকে সহযোগিতা করার আহবান জানান।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা সহকারী (ভুমি) জাহেদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি জহির হোসেন এমএ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, মহিলা কাউন্সিলর কহিনুর আক্তার, যুবলীগ নেতা আবুল কালাম, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, ও বিভিন্ন সংস্থার সরকারি কর্মকর্তা প্রমূখ টেকনাফ উপজেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।