ইউনিয়ন প্রতিনিধি :
রামুর গর্জনিয়া বিদ্যাপীঠের (কে.জি স্কুল) প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ওরফে জেকির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার ৩০ আগস্ট সকাল ১০টায় ইউনিয়নের আমির মোহাম্মদ চৌধুরী বাচ্চু চত্তরে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী শর্মা বলেন, সরকার বিরোধী কোন কর্মকান্ডে তাঁদের প্রধান শিক্ষক জড়িত নন। তিনি ষড়যন্ত্রের শিকার। আমরা তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শাহারীয়ার ওয়াহেদ, সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার রিনা, তসলিমা আক্তার, ছাত্রনেতা আল ইফাত সিকদার প্রমূখ।
উল্লেখ্য, গত রোববার সকালে গর্জনিয়া বাজার থেকে আবদুল্লাহ আল মামুন ওরফে জেকিকে আটক করে পুলিশ। এর পর ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে রামু থানায় মামলা রুজু করেন।