ইমরান হোসাইন:
পেকুয়ায় চালককে মারধর করে সিএনজি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় সিএনজি গাড়ি ভাংচুর ও চালক মিনার উদ্দীনকে(৩৫) মারধর করে আহত করে দুর্বৃত্তরা। মিনার উদ্দীন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার শরাফত আলীর পুত্র।
গত সোমবার (২৯) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর চৌমুহনীর অদূরে পেকুয়া জিএমসি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সিএনজি চালকের আত্ম-চিৎকারে পার্শ্ববর্তী চৌমহনী ষ্টেশন থেকে লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সিএনজি চালক মিনার উদ্দীন বলেন, ‘প্রতিদিনের মত নিজ মালিকানাধীন সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলাম। কিন্তু আমি পেকুয়া জিএমসি স্কুলের সামনে পৌছালে এক মহিলাসহ দু’জন ব্যক্তি আমাকে দাড়াতে ইশারা করে। আমি গাড়ি দাঁড় করানোর সাথে সাথেই তারা আমার উপর হামলা শুরু করে। হামলাকারীরা হলো একই এলাকার নেজাম উদ্দীনের পুত্র জাহাঙ্গীর আলম, বজল আহমদের পুত্র কামাল আজাদ, জসিম উদ্দীনের স্ত্রী এস্তাফা খানম।’
মিনার উদ্দীন আরো জানান, সে সময় গাড়ীর টুলবক্স ভেঙ্গে হামলাকারীরা নগদ এক লক্ষ টাকা ও তার হাতের মোবাইল সেট নিয়ে যায়।
পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুইয়া আমাদের রামু কে বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।