হাফিজুল ইসলাম চৌধুরী ও এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকা চুয়াংখালীর গহীন অরণ্যে র্যাব-৭ কক্সবাজার সিপিসি ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধারের পাশাপাশি আবুল হাশিম (৭৫) নামের এক অস্ত্র তৈরীর কারিগরকে আটক করেছে।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয় সূত্র জানিয়েছে, দুর্গম পাহাড়ের গহীন অরণ্যে অস্ত্রকারখানাটির সন্ধান পান তাঁরা। এর পর বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চলে। এ অভিযানে চুয়াংখালীর মৃত বাচামিয়ার ছেলে আবুল হাশিম (৭৫) কে আটক করা হয়।
পরে তার অস্ত্রের কারখানায় তল্লাশী চালিয়ে ৬টি সক্রিয় এক নলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ৩টি পিস্তলের আংশিক অংশ, ৪টি তাজা কার্তুজ এবং অস্ত্র তৈরীর সরঞ্জাম (ড্রিল মেশিন ১টি, হাতুড়ী ২টি, একনলা বন্দুক তৈরীর পাইপের অংশ দশটি, সেলাই রেন্স ১টি, হেসকু ব্লেড ৮টি, করাত ১টি, রেত ২টি, স্ক্রু ড্রাইভার ২টি, প্লাস ২টি, গ্রীভ স্পেনার ১টি, এয়ার মেশিন ১টি) উদ্ধার করা হয়।