শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিকশিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে আইসিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে।
রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাকে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেফতার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।খবর বাংলা ট্রিবিউনের।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হলো বলে জানায় পুলিশ সূত্র।
দেশের বিভিন্ন প্রধান সারির দৈনিকে সুনামের সাথে সাংবাদিকতার ক্যারিয়ার সিদ্দিকুর রহমান খানের। শিক্ষা বিটের উল্লেখযোগ্য রিপোর্টারদের মধ্যে তিনি একজন। ভূষিত হয়েছেন একাধিক পুরস্কারে।
পরে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম দৈনিকশিক্ষা ডটকম প্রতিষ্ঠা করে এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই সুপরিচিত সাংবাদিক।
তার অপর দুই ভাইও সাংবাদিকতা জগতে সুনামের সঙ্গে কাজ করছেন।